কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে পাহাড়ে সরব মুখ্যমন্ত্রী, নাম না করে নিশানা বিজেপিকে

0
2

সরস মেলার মেলার উদ্বোধন মঞ্চ থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ালেন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, দার্জিলিং-এ অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে তীব্র আক্রমণ করেন মমতা। নাম না করে BJP-কেও নিশানা করেন তিনি। তাঁর কথায়, ভোটের সময় (পড়ুন বিজেপি) বড় বড় কথা বলে, গেলেও কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জানুয়ারিতে ফের পাহাড়ে আসবেন। নেতাজি জন্মজয়ন্তী সেখানেই পালন করবেন বলে জানান তিনি।

এদিন, মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম বাংলা সম্পর্কে নেতিবাচক খবর প্রচার করছে। এবিষয়ে পাহাড়বাসীকে সতর্কও করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়, “একটা সময় কথায় কথায় পাহাড়ে অশান্তি তৈরি করা হত। সব কিছু বন্ধ করে দেওয়া হত। এখন শান্তি ফিরেছে। অনেকে এই শান্তি নষ্ট করতে চাইছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মুখ্যমন্ত্রীর কথায়, ভোটের সময় বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যায় গেরুয়া শিবির। কিন্তু কেন্দ্রে তাদের ক্ষমতাসীন সরকার পাহাড়ের উন্নয়নের টাকা আটকে রেখেছে।

প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই পাহাড়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন মমতা। তাঁর উদ্যোগেই পাহাড়ে শান্তি ফিরেছে। সেখানে গেলে তিনি মিশে যান স্থানীয়দের সঙ্গে। এদিন সার মেলার উদ্বোধন করে স্থানীয় নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী। পাহাড়ের সঙ্গে তাঁর আত্মীয়তা বোঝাতে দার্জিলিং-এর মেয়ের পরিবারে তাঁদের পরিবারে বিয়ের প্রসঙ্গে উল্লেখ করে বলেন, “আমার তো আপনাদের সঙ্গে আত্মীয়তা রয়েইছে। শুধু ভোটের জন্য আসি না, পাহাড়কে আমি ভালবাসি। তাই বারে বারে ছুটে আসি।” তাঁর কথায়, “দার্জিলিং ভাল থাকলে আমি ভাল থাকি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জানুয়ারিতে ফের পাহাড়ে আসবেন। নেতাজি জন্মজয়ন্তী সেখানেই পালন করবেন বলে জানান তিনি।