অজিতের মন্তব্যে তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি, ভোটের মুখে অস্বস্তিতে বিজেপিও

0
3

মহারাষ্ট্র (Maharashtra) বিধানসভার নির্বাচনের (Assembly Election) আগে বিজেপি সহযোগী অজিত পাওয়ারের (Ajit Pawar) মন্তব্য নিয়ে তোলপাড় রাজনীতি। সম্প্রতি এক সাক্ষৎকারে এনসিপি নেতা অজিত পাওয়ার বলেন, ২০১৯-এ বিজেপির হাত ধরে তাঁর মহারাষ্ট্র সরকারের উপমুখ্যমন্ত্রী হওয়ার পিছনে ছিলেন শিল্পপতি গৌতম আদানি (Goutam Adani)। কাকা শরদ পাওয়ারের (Sharad Pawar) পরামর্শ মেনেই তিনি এই কাজ করেছিলেন বলেও জানান তিনি। আর গোটা বিষয়টি দেখভাল করেছিলেন অমিত শাহ (Amit Shah)। তাঁর এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই মন্তব্য করেছেন বলে অভিযোগ বিরোধী জোটের। শারদ পাওয়ারের ভাবমূর্তি কলুষিত করতেই পরিকল্পিত ওই মন্তব্য করেছেন অজিত।

অজিত পাওয়ার সাক্ষাৎকারে বলেন, আমি সর্বদা গুরুজনদের কথা মেনে চলি। কাকাই আমাকে বিজেপির হাত ধরতে বলেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনিই পুরো বিষয়টি দেখভাল করেন। উল্লেখ্য, পাঁচ বছর আগের সেই ঘটনা ছিল নাটকীয়তায় ভরা। সেই নির্বাচনে বিজেপির সঙ্গে শিবসেনার যাবতীয় বোঝাপড়া শেষ হয়ে যায়। শিবসেনা-কংগ্রেস-এনসিপি মিলে যখন সরকার গড়ার তোড়জোড় করছে, তখন আচমকা ভোরের আলো ফোটার আগে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis) এবং উপমুখ্যমন্ত্রী পদে অজিত পাওয়ার (Sharad Pawar) শপথ নেন। তবে সেই সরকার টেকেনি। শরদ পাওয়ারের নির্দেশে বিজেপির সঙ্গ ত্যাগ করে এনসিপি-তে (NCP) ফিরে আসেন অজিত। এরপর অজিতের ভুল ক্ষমা করে দিয়েছিলেন শরদ। পাঁচ বছর পর অজিত (Ajit Pawar) সেই ঘটনার পুনরাবৃত্তি করে নিজের পায়ের তলার হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে শুধু শরদকেই নন, অজিত অস্বস্তিতে ফেললেন বিজেপিকেও।অজিতের দাবি, সেই ক্ষণস্থায়ী সরকার গঠনের পিছনে ছিলেন স্বয়ং শিল্পপতি গৌতম আদানি।

অর্থাৎ শিল্পপতি আদানির অঙ্গুলিহেলনেই যে সরকার তৈরি হয়েছিল তা স্পষ্ট। এ প্রসঙ্গে অজিত আবার বলেন, কথায়, কাকা কেন সিদ্ধান্ত বদল করেছিলেন তা আজও তাঁর অজানা। তারপর বলেন, শরদ পাওয়ারের মন বুঝতে পারবে, এমন মানুষের জন্ম হয়নি।

রাহুল গান্ধী বহু বছর ধরে আদানির বিজেপি যোগ নিয়ে সরব। অজিতের এই মন্তব্য তা ফের একবার পরিষ্কার করে দিয়েছে।