মর্মান্তিক দুর্ঘটনা পানাগড়ে (Panagarh)। পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলতে গিয়ে ঝলসে গেল ১ শিশুকন্যা ও ৩ নাবালক। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে কাঁকসার রাইস মিল রোডে।
স্থানীয় সূত্রে খবর, একটি পরিত্যক্ত গাড়ির কেবিনের ভিতরে খেলছিল ওই চার নাবালক (Minor)। হঠাৎ গাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। গাড়ির ভিতর আটকা পড়ে ৪ জনই। চিৎকার শুনে এলাকার মানুষ এসে তাদের উদ্ধার করে। পানাগড় (Panagarh) ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় ২ জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ও অন্য ২ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ।
যিনি দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করেন তিনিও অসুস্থ পড়েন। তাঁকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।