জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসু (Biman Bose)। দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে সোমবারই অসুস্থ হন তিনি। জ্বর না কমায় সোমবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় বাম নেতৃত্ব। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল।

তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন প্রাক্তন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক। দক্ষিণ দিনাজপুরে দলীয় কাজে গিয়ে ঠাণ্ডা লাগায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে মালদহে (Maldah) দলীয় কর্মসূচি চলাকালীন অবস্থার অবনতি হয়। রাতে তাঁর অসুস্থতায় কোনও ঝুঁকি না নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় দল।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Selim) জানান, আলিমুদ্দিনে দলীয় কার্যালয়েই থাকতে চেয়েছিলেন বর্ষীয়ান নেতা। কিন্তু তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি দল। মঙ্গলবার সকালে তাঁর রক্তপরীক্ষা হবে। দুপুরে চিকিৎসকরা তাঁকে দেখবেন। সংক্রমণ থেকে জ্বর কিনা তা নির্ধারণ করবেন চিকিৎসকরা। সেই মতো শুরু হবে চিকিৎসা।








































































































































