নির্ধারিত সময়েই শেষ হবে আবাসের সমীক্ষার কাজ! ডিসেম্বরেই মিলবে প্রথম কিস্তির টাকা

0
2

আবাস যোজনা প্রকল্পে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষার কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। ইতিমধ্যেই প্রায় ৯০ শতাংশ উপভক্তার সমীক্ষা শেষ হয়েছে বলে জানা গেছে। ১৪ নভেম্বরের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

পঞ্চায়েত দফতর নির্দেশ দিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে উপভোক্তাদের প্রত্যেকটি তথ্য নিখুঁতভাবে যাচাই করবেন সমীক্ষকরা। উপভোক্তাদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইডি–সহ সব তথ্য নথিভুক্ত করার কাজে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। নামের তালিকা যাচাইয়ে সমস্ত তথ্য এবং আবেদনকারীদের এখনকার ঠিকানার ছবি ও ভিডিয়ো সংগ্রহ করে তা আপলোড করতে সমীক্ষকদের আরও নির্দেশ দেওয়া হয়েছে। ওই তালিকা গ্রামসভা এবং ব্লক স্তরের কমিটিকে দিয়ে অনুমোদন করিয়ে সংরক্ষণ করতে হবে।ডিসেম্বর মাসের মধ্যেই সরকার প্রথম কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে দ্রুত সমীক্ষার কাজ শেষ করার জন্য সমস্ত দফতরের কর্মীদের ময়দানে নামানো হয়েছে। প্রশাসনিক আধিকারিকদের তৈরি প্রাথমিক তালিকা টাঙানো হবে, ব্লক অফিস মহকুমা অফিস ও জেলাশাসকের অফিসে। ২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই তালিকা টাঙানো থাকবে। সেই তালিকায় কোনও অযোগ্য ব্যক্তির নাম থাকলে সাধারণ মানুষ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারবেন। সেইমতো অভিযোগের ভিত্তিতে প্রশাসনের আধিকারিক ফের সেই ব্যক্তির বাড়িতে যাচাই করবেন। রাজ্য সরকার ২০ ডিসেম্বর থেকে আবাসের জন্য প্রথম দফার টাকা দেওয়ার কাজ শুরু করে দিতে চাইছে। সেই লক্ষ্যেই যতটা দ্রুত সম্ভব আর যতটা নিখুঁত সম্ভব তালিকা তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন- সাগর দত্ত মেডিক্যালে জুনিয়রদের বিরুদ্ধে হমকির অভিযোগ সিনিয়রদের, রিপোর্ট তলব হাই কোর্টের