সতর্ক রাজ্য! তরুণের স্বপ্ন প্রকল্পের কেলেঙ্কারি এড়াতে একাধিক পদক্ষেপ

0
3

তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে চাঞ্চল্যের মধ্যেই এবার ভবিষ্যতে এধরণের কেলেঙ্কারি এড়াতে সতর্ক হচ্ছে রাজ্য সরকার। এবার ওই প্রকল্পে আধার কার্ড সংযুক্তিকরনের মাধ্যমে পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার কথা ভাবা হচ্ছে। এতদিন ওই প্রকল্পে আধার সংযুক্তির নিয়ম ছিলনা। আগামী বছর থেকে এই পরিকল্পনা কার্যকর করার জন্য স্কুল শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে ট্যাবের টাকা নিয়ে বিস্তর অভিযোগ উঠছে। কোনও-কোনও পড়ুয়া ট্যাবের টাকা পাচ্ছে না। কারও অ্যাকাউন্টে আবার দু’বার করে ঢুকেছে টাকা। রাজ্যজুড়ে ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে বিভিন্ন জেলায় জেলায় রিপোর্ট চেয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। সোমবার মুখ্যসচিবের উপস্থিতিতে উচ্চ-পর্যায়ের বৈঠক ছিল নবান্নে। সেখান থেকে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

আগামী দিনে এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য যা যা করার প্রয়োজন তার নির্দেশ দেন। মুখ্যসচিব স্কুল শিক্ষা দফতরের সচিবকে নির্দেশ দিয়ে বলেন, “আমাদের সিস্টেমকে আরও উন্নত করতেই হবে। তার জন্য যা যা পদক্ষেপ করার করুন।” এখানেই শেষ নয়, মুখ্যসচিব এও নির্দেশ দিয়েছেন, “ট্যাবের টাকা গায়েবের ঘটনায় প্রধান শিক্ষকদের গাফিলতি স্পষ্ট হয়েছে। প্রধান শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিকগত ভাবেও পদক্ষেপ করতে হবে।” তার পরেই এই আধার সংযুক্তির নির্দেশ।

আরও পড়ুন- সমান ও বিপরীত প্রতিক্রিয়া! বাংলাদেশ নিয়ে অশান্তি তৈরির চেষ্টা শুভেন্দুর