সাগর দত্ত মেডিক্যাল কলেজে লাগাতার থ্রেট কালচার অভিযোগ। কাঠগড়ায় জুনিয়র চিকিৎসকরা। সিনিয়র ডাক্তারদের (Senior Doctor) অভিযোগ, লাগাতার হেনস্থা হতে হচ্ছে, হুমকি শুনতে হচ্ছে তাঁদের। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় সাগর দত্ত মেডিক্যাল কলেজের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ১৯ নভেম্বরের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে।
১৯ নভেম্বর সাগর দত্ত মেডিক্যাল কলেজে হুমকির বিষয়ে বিচারপতি জয় সেনগুপ্ত রিপোর্ট তলব করেছেন। এই একই ইস্যুতে এর আগে দায়ের হাওয়া আর জি কর ও বর্ধমান মেডিক্যাল কলেজের মামলা দুটিরও ওই দিন শুনানির কথা। মামলাকারী চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায়ের আইনজীবী অভিযোগ করেন, আর জি করের ঘটনার পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজে তাঁদের প্রতিবাদের সময়ে কয়েকজন জুনিয়র ডাক্তার (Junior Doctor) তাঁর মক্কেলদের হুমকি দেয়।
এমনকী ৫ সেপ্টেম্বর হাসপাতালের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সময় ওই গোষ্ঠীর ডাক্তারি পড়ুয়ারা হামলা চালায় বলেও অভিযোগ সিনিয়র ডাক্তারদের। বারংবার অ্যান্টি ব়্যাগিং (Ragging) কমিটির কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।