বিজেপির প্রচারমঞ্চে পকেটমার! খোয়া গেল মিঠুনের মানিব্যাগ

0
1

বিজেপির নির্বাচনী প্রচার মঞ্চ থেকে মানিব্যাগ খোয়ালেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মঙ্গলবার ঝাড়খণ্ডে (Jharkhand) নির্বাচনী প্রচারে গিয়ে এমনই বিরল ঘটনার সাক্ষী জাত গোখরো! এমনকি মঞ্চ থেকে সেই মানিব্যাগ (moneybag) ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হলেও কোনও কাজ হয়নি। প্রতিবেশী রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপির আদতে রাজ্যে সংগঠনের কী পরিস্থিতি তা এই ঘটনায় ফের প্রমাণ হয়ে যায়।

বুধবার ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন (first phase election)। ঠিক তার আগের দিন যে সব কেন্দ্র ২০ নভেম্বর দ্বিতীয় দফার নির্বাচন সেই সব কেন্দ্রে তারকা প্রচারক নামিয়ে প্রথম দফার নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে বিজেপি। সেই উদ্দেশে ধানবাদের (Dhanbad) কয়লাখনি অধ্যুষিত এলাকা নিরসায় (Nirsa) নির্বাচনী প্রচারে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। নির্বাচনী প্রচার মঞ্চেই বসেছিলেন মিঠুন।

পরে জানা যায় মঞ্চ থেকেই তাঁর মানিব্যাগ খোয়া গিয়েছে। কার্যত প্রায় প্রতিদিন খবরের শিরোনামে থাকার প্রবণতা সম্প্রতি দেখা গিয়েছে প্রবীণ অভিনেতার মধ্যে। কখনও বিতর্কিত মন্তব্য করে, কখনও মন্তব্যের জেরে হুমকি আদায় করে, আবার কখনও প্রচার মঞ্চে মানিব্যাগ খোয়ানোর অজুহাতে। যদিও এদিন তাঁর মানিব্যাগ খোয়া যাওয়ায় মাইকে ঘোষণা করা হয় সেটি ফেরৎ দেওয়ার জন্য। তবে শেষ পর্যন্ত তা ফেরৎ পাওয়া যায়নি।