প্রাক্তন প্রধান বিচারপতি নিয়ম কঠোরভাবে লাগু করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি সফল হননি। প্রধান বিচারপতির চেয়ারে এসে বিচারপতি সঞ্জীব খান্নাও (CJI Sanjeev Khanna) একইভাবে জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদনের জন্য কড়া নির্দেশ দিলেন আইনজীবীদের। এরপরেও আইনজীবীরা নিয়ম কতটা মানবেন, তা অনেকটাই নির্ভর করবে প্রধান বিচারপতির কড়া নিয়মানুবর্তিতার উপর।
সোমবারই দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjeev Khanna)। সোমবার থেকেই তিনি সুপ্রিম কোর্টে (Supreme Court) যোগ দেন। মঙ্গলবার তাঁর এজলাসে আইনজীবীরা মামলার শুনানি দ্রুত করার আর্জি জানালে কড়া বার্তা দেন প্রধান বিচারপতি। তিনি জানান, মুখে (orally) এই আবেদন করা যাবে না। ই-মেল (e-mail) অথবা লিখিতভাবে আবেদন করতে হবে দ্রুত শুনানির জন্য।
এই নিয়ম আগেও জারি ছিল। তবে মানতেন না আইনজীবীরা। প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় একাধিকবার আইনজীবীদের এই নিয়ম পালনের অনুরোধ করার পরেও মৌখিকভাবে আবেদন করা বন্ধ হয়নি। প্রধান বিচারপতি পদে যোগ দেওয়ার পরেও ফলে একই সমস্যার সম্মুখিন বিচারপতি খান্না।