লক্ষ্য পাহাড়ের কর্মসংস্থান-উন্নয়ন, GTA বৈঠক শেষে সরকারি পোর্টাল চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
3

লক্ষ্য পাহাড়ের উন্নয়ন, কর্মসংস্থান। সেই উদ্দেশে সেখানে সরকারিভাবে বিশেষ পোর্টাল চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, দার্জিলিংয়ে GTA-র সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে জানান, পাহাড়ে প্রচুর প্রতিভাবান তরুণতরুণী রয়েছেন। তাঁদের কর্মসংস্থানের জন্য এবার সরকারিভাবে বিশেষ পোর্টাল (Portal) চালু হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের উপযোগী করতে ৪টি সরকারি স্কিল সেন্টার চালু করার কথাও ঘোষণা করেন মমতা। পাশাপাশি, পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পেরও ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন দুপুর সাড়ে ৩টেয় জিটিএ-র সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। ছিলেন জিটিএ-সহ অন্যান্য জনজাতি বোর্ডের সদস্যরা। সম্প্রতি বিভিন্ন জনজাতিদের জন্য গঠিত বোর্ডের কাজ নিয়ে অভিযোগ ওঠে। এদিনের বৈঠকে এই বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

প্রাকৃতিক দুর্যোগের কারণে পাহাড়ের মাঝে মধ্যেই ধস নামে। সম্প্রতি একাধিক জায়গায় ধস নামে ও প্লাবিত হয়। তার জেরে এলাকার ক্ষয়ক্ষতির বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। কী কাজ হয়েছে, তাও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। এরপরই পাহাড়ের জন্য গুচ্ছ উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেন তিনি। বৈঠক শেষে মমতা বলেন, “পাহাড়ে অনেক প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছে। তাঁদের কর্মসংস্থানের লক্ষ্যেই এবার সরকারি পোর্টাল চালুব হবে। স্কিল ডেভলপমেন্টের জন্য সরকারিভাবে চারটি সেন্টারও চালু করা হবে।”