নভেম্বরের প্রথম সপ্তাহ অতিক্রান্ত, দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের (Winter)দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। শুক্রবারের পর থেকে ঠান্ডা আমেজ অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গে। আজ উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। যদিও তাতে জগদ্ধাত্রী পুজোর আমেজ বিঘ্নিত হবে না।
হাওয়া অফিস (weather department) বলছে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। দিনভর মূলত পরিষ্কার আকাশ, রাতের দিকে হালকা ঠান্ডা ভাব অনুভূত হবে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশ করবে। ১৫ নভেম্বরের পর থেকে শীত বাড়বে, ২৫ নভেম্বর থেকে পাকাপাকিভাবে শীতের মরসুম শুরু হবে দক্ষিণবঙ্গে।