বিনোদন জগতে দুঃসংবাদ! প্রয়াত প্রবীণ তামিল অভিনেতা দিল্লি গণেশ

0
1

সিনে ইন্ডাস্ট্রিতে ফের নক্ষত্রপতন। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা দিল্লি গণেশ (Veteran Tamil Actor Delhi Ganesh passed away)৷ শনিবার রাত ১১টা নাগাদ প্রয়াত হন তারকা। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন, শেষ রক্ষা হল না। আশি বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তামিল সিনেমা -সিরিয়ালের (Tamil Entertainment Industry) বিখ্যাত অভিনেতা।

গণেশের পরিবারের তরফে তারকার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। চেন্নাইয়ের রামাপুরমে তাঁর মৃতদেহ রাখা হয়েছে। ১০ নভেম্বর রবিবার শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯৭৬ সালে বিখ্যাত পরিচালক কে. বালাচান্দরের সিনেমা পাটিনা প্রভেসাম দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন দিল্লি গণেশ। তামিল, তেলেগু এবং মালয়ালম-সহ ৪০০ টিরও বেশি সিনেমায় সহ অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি। নায়কান (১৯৮৭) এবং মাইকেল মাধনা কামা রাজন (১৯৯০) ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। রজনীকান্ত, কমল হাসান এবং বিজয়কান্ত-সহ একাধিক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন। পরবর্তীতে গণেশ টেলিভিশন এবং শর্ট ফিল্মেও কাজ করেন। ১৯৭৯ সালে পাসি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড এস বিশেষ পুরস্কার এবং ১৯৯৪ সালে শিল্পকলায় শ্রেষ্ঠত্বের জন্য কালাইমামানি পুরস্কার পান অভিনেতা। গণেশের মৃত্যুতে শোকের ছায়া তামিল সিনেজগতে।