সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে হার ভারতের

0
3

সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রোটিয়াদের কাছে ৩ উইকেটে হারাল সূর্যকুমার যাদবের দল। ব্যর্থ গেল বরুণ চক্রবর্তীর ৫ উইকেট। এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাট হাতে দাঁড়াতেই পারলেন না সঞ্জু স্যামসন, সূর্যকুমাররা।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ৩৯ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া। এছাড়া আর কেউ রান করতে পারেনি। শূন্যরানে আউট হন সঞ্জু। প্রথম ম্যাচে ব্যাট হাতে দাপট দেখালেও, এই ম্যাচে ব্যর্থ তিনি। ৪ রান করেন অভিষেক শর্মা এবং সূর্যকুমার। তিলক ভার্মা করেন ২০ রান। ২৭ রান করেন অক্ষর প্যাটেল। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন মার্কো জনসেন, কোটজে, সেমিলেন, মার্কারম এবং পিটার।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে স্টাবস। ৪৭ রানে অপরাজিত তিনি। ২৪ রান করেন রেজা হেনড্রিক্স। ভারতের হয়ে ৫ উইকেট বরুণ চক্রবর্তীর। একটি করে উইকেট অর্শদীপ সিং, রবি বিষ্ণই-এর।

আরও পড়ুন- ওড়িশার সঙ্গে ড্র মোহনবাগানের, অ্যাওয়ে ম্যাচ থেকে ১ পয়েন্ট সবুজ-মেরুনের