২০২৫ সালের মাধ্যমিক শুরু হতে আর মাস তিনেক বাকি। তার আগেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে চায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আগামী মাসের ২ ডিসেম্বর সকাল এগারোটা থেকে শুরু হবে ফর্মফিলাপ। তবে অফলাইনে নয়, বরং এই বছর থেকেই সম্পূর্ণ অনলাইনে এই রেজিস্ট্রেশন করাতে চায় পর্ষদ। পর্ষদের তরফে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের তথ্য পর্ষদের ওয়েব সাইটে আপলোড করতে হবে স্কুলগুলিকে। ১৮ ডিসেম্বর রাত ১২টার মধ্যে এই নথি আপলোড সম্পূর্ণ করতে হবে।
এতদিন পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি ক্যাম্প অফিস করা হত। সেখানেই তথ্য জমা করত স্কুলগুলি। এবার থেকে প্রতিটি স্কুলে একদম সরাসরি পর্ষদের দেওয়া ওয়েবসাইটেই (www.wbbsedata.com) সকল তথ্য আপডেট করতে হবে। এইক্ষেত্রে কোন অবহেলা বরদাস্ত করা হবে না। আপলোড সঠিক সময়ে না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি পর্ষদের। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।