চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় উত্তাল আর জি কর হাসপাতাল (RG Kar Medical College & hospital)ফের শিরোনামে। এবার হাসপাতালের নার্সিং পড়ুয়ার আত্মহত্যার চেষ্টার খবর মিলেছে। শনিবার গভীর রাতে বুল্টি গড়াই নামের নার্সিং ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে হস্টেলের রুমমেটের সঙ্গে বচসার কারণেই হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন ছাত্রী। পুলিশের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষও এই নিয়ে তদন্ত শুরু করেছে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ছাত্রীর রুমমেট ও বন্ধুদের বলেই পুলিশ সূত্রে খবর।