বিক্ষিপ্ত গুলির লড়াই কাশ্মীরের একাধিক জায়গায়। একই দিনে দুই এলাকায় গুলির লড়াই এখন আর নতুন ঘটনা নয় ভূস্বর্গে। তবে কিস্তওয়ারে ভিলেজ ডিফেন্স গার্ডদের (VDG) খুনের ঘটনার পরে জঙ্গি নিকেশে ভারতীয় সেনা আরও সক্রিয় হতেই শুরু প্রতি এলাকায় তল্লাশি। রবিবার একদিকে রাজধানী শ্রীনগরের (Srinagar) অদূরে জঙ্গলে গুলির লড়াই চলে। অন্যদিকে ভিডিজি কর্মীর খুনের ঘটনায় তল্লাশিতে গুলির লড়াই শুরু হয় কিস্তওয়ারে (Kistwar)। আবার বারামুল্লাতেও (Baramulla) জঙ্গি নিকেশে সাফল্য অর্জন করে ভারতীয় সেনা।
শ্রীনগর শহরের জঙ্গলে ঘেরা ইসবের নিশাত এলাকায় রবিবার সকাল থেকে গুলির লড়াই শুরু হয় ভারতীয় সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে। তিন থেকে চার জঙ্গিকে জঙ্গলের মধ্যে কোনঠাসা করার দাবি করে কাশ্মীর পুলিশ (J&K Police)। তবে গুলির লড়াইতে স্পেশাল অপারেশন গ্রুপের (SPG) দুই জওয়ানও আহত হন বলে জানা যায়।
অন্যদিকে কিস্তওয়ারে (Kistwar) ভিডিজি (VDG) কর্মীদের খুনের পরই এলাকায় জঙ্গি নাশকতা রুখতে তৎপর ভারতীয় সেনা। খুনে অভিযুক্ত জঙ্গিদের খোঁজে বৃহস্পতিবার থেকেই জারি রয়েছে তল্লাশি। কিস্তওয়ারে আহত হন এক ভারতীয় সেনা জওয়ান।
আবার রবিবারই জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বারামুল্লায় শুরু হয় তল্লাশি। রাজপুরা, সোপোর (Sopore), বারামুল্লা (Baramulla) এলাকা জুড়ে জঙ্গলে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। ইতিমধ্যেই সেখানে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করে ভারতীয় সেনার চিনার কর্পস (Chinar Corps)।