হায়দরাবাদের জুবিলি হিল্‌সে বিস্ফোরণ! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, বিপর্যয় মোকাবিলা দল

0
3

রবিবারের সকালে হায়দরাবাদের জুবিলি হিল্‌সে বিস্ফোরণের ( Explosion at a hotel in Hyderabad)ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর হোটেল সংলগ্ন ৬টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে হোটেলের পাঁচিল ভেঙে ইট এবং পাথর প্রায় ২০ মিটার দূরে ছিটকে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (SDRF)। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে হোটেলের রেফ্রিজারেটরের কম্প্রেসার ফেটেই বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সকালে আচমকাই একটা জোরালো শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন ইট, পাথর ছিটকে বাড়ির দিকে আসতে শুরু করে। হোটেল পার্শ্ববর্তী বাড়িগুলিতে কম্পন অনুভূত হয়েছে বলেও জানা যাচ্ছে। রীতিমতো আতঙ্কিত হয়ে সকলের বাইরে চলে আসেন। দ্রুত পুলিশে খবর দেওয়া হলে ডেপুটি পুলিশ কমিশনার বিজয় কুমার (Vijay Kumar)এবং অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বেঙ্কটগিরি-সহ পুলিশের শীর্ষকর্তারা হোটেলে যান। খাইরাতাবাদের বিধায়ক দানাম নগেন্দ্র ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন। যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয় সেগুলো সারিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। রেফ্রিজারেটরের কম্প্রেসারের কারণে বিস্ফোরণ, না কি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।