মদ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার ঘরে ঢুকে শ্লীলতাহানি করার অভিযোগ এবার এন্টালি থানার (Entally Police) এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ সন্তোষ প্রসাদ (Santosh Prasad)নামে ওই ব্যক্তি শনিবার মদ্যপ অবস্থায় তাঁর পিছু নিয়ে বাড়ি পর্যন্ত চলে আসেন। এরপর ঘরে ঢুকে শারীরিক ভাবে হেনস্থা করার চেষ্টা করেন। তিনি চিৎকার করে অন্য প্রতিবেশীদের ডাকলে ঘটনাস্থল থেকে চম্পট দেন অভিযুক্ত। এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। রবিবার সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

আরজি কর হাসপাতালে (RG Kar Medical College & Hospital)চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রাইয়ের গ্রেফতারের পর থেকেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে ঘটে যাওয়া একাধিক অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে তাঁদের। শ্লীলতাহানি বা দাদাগিরির মতো অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে রাজ্যের কাছে হলফনামাও চেয়েছে সুপ্রিম কোর্ট। এই আবহে ফের একবার মহানগরীতে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলেন্টিয়ার।







































































































































