স্বামী স্ত্রী পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকায় পাচার সদ্যজাত শিশু। বেশ কিছুদিন ধরে রাজ্যের কয়েকটি ঘটনার রেশ ধরে শিশু পাচার চক্রের সক্রিয়তা ঠেকাতে কাজ করছিল রাজ্য পুলিশ ও সিআইডি (CID)। শেষ পর্যন্ত শালিমার (Shalimar station) থেকে সেই পাচারচক্রের দুই চক্রীকে হাতেনাতে ধরল সিআইডি। উদ্ধার হয়েছে দুদিনের একটি শিশু। শিশুটিকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সম্প্রতি রাজধানী দিল্লিতে (Delhi) একটি বড়সড় শিশু পাচারচক্রের (child trafficking) হদিশ পাওয়া গিয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সদ্যজাত শিশু (newborn)। অন্যদিকে রাজ্যেও সম্প্রতি ট্রেনে সদ্যজাত উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। বিভিন্ন ঘটনার সূত্র ধরে এবার সেই রকম আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের হদিশ পেল রাজ্যের সিআইডি (CID)।
রবিবার সকালে শালিমার স্টেশনে বিশেষ সূত্রে খবর পেয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের শিশু ক্রেতা হিসাবে মোতায়েন করা হয়। চার লক্ষ টাকায় বিক্রির রফা হয়। মানিক হালদার ও মুকুল সরকার নামে দুজন নিজেদের স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে একটি দুদিনের শিশু বিক্রি করতে এলে তাদের হাতেনাতে ধরে সিআইডি (CID) আধিকারিকরা। জানা যায় শিশুটিকে তারা পাটনা (Patna) থেকে দুলক্ষ টাকায় কিনে এনেছিলেন। এভাবেই আন্তঃরাজ্য পাচার সক্রিয় বিভিন্ন দূরপাল্লার রেলস্টেশনে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের হদিশ পেতে মরিয়া সিআইডি।