আগামী বছর পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলকে পাঠাবে না তারা। আর এবার আইসিসিকে জানাল বিসিসিআই। এমনটাই খবর এক সর্বভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যমের। সেখানে বলা হয়েছে, আইসিসিকে পাকিস্তানে দল পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আপত্তির কথা জানিয়েছেন বিসিসিআই কর্তারা।
সূত্রের খবর, চলতি সপ্তাহের প্রথম দিকেই পাকিস্তানে দল না পাঠানোর বিষয়টি মৌখিক ভাবে আইসিসিকে জানিয়েছেন বিসিসিআই কর্তারা। লিখিতভাবে এখনও কিছু জানানো হয়নি। আইসিসি লিখিত ভাবে জানাতে বলেছে ভারতীয় বোর্ডকে। যদিও এই নিয়ে বিসিসিআই বা আইসিসি কিছু সরকারিভাবে কিছু বলেনি।
জানা যাচ্ছে, গত এশিয়া কাপের মতো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে আয়োজন করার দাবি জানিয়েছে বিসিসিআই। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনে নারাজ। আইসিসির কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা। যদিও প্রতিযোগিতার দ্বিতীয় স্থান হিসাবে সংযুক্ত আরব আমিরশাহি এবং শ্রীলঙ্কার কথা ভেবে রেখেছেন আইসিসি কর্তারা।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে।
আরও পড়ুন- এবার বিরাট-রোহিতের ব্যাটিং নিয়ে মুখ খুললেন বিতর্কিত ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল