গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সৌজন্যে সঞ্জু স্যামসন। ব্যাট হাতে ১০৭ রান করেন তিনি। দীর্ঘদিন পর ব্যাট হাতে রান পান সঞ্জু। হয়েছেন ম্যাচের সেরাও। আর দলের হয়ে এমন পারফম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত সঞ্জু। কৃতজ্ঞতা দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদবকে।
ম্যাচ শেষে সঞ্জু বলেন, “ যখন আমি দলীপ ট্রফি খেলছিলাম, তখন দ্বিতীয় ম্যাচের সময় সূর্য অন্যদলে ছিল। ও আমাকে বলে, ‘সামনের ৭টা ম্যাচ তোর’। পরের সাত ম্যাচই আমি ওপেন করব। যাই হয়ে যাক না কেন, সূর্য আমার পাশে আছে।” এরপর সঞ্জু আরও বলেন, “ তার পরই আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। কেরিয়ারে প্রথমবার আমি আলাদা মানসিকতা নিয়ে খেলতে নামি। সেই আত্মবিশ্বাসটাই মাঠে চোখে পড়ছে। আমি বেশি দূর তাকাতে চাই না। শুধু দলের সাফল্য অবদান রাখতে চাই।”
এদিকে গতকাল ১০৭ রান করতেই একাধিক রেকর্ড গড়েন সঞ্জু। রোহিত ও সূর্যকুমার ছাড়া সঞ্জুই একমাত্র ভারতীয়, যার একই বছরে দুটি সেঞ্চুরি রয়েছে। সেই সঙ্গে তিনি ছুঁয়ে ফেলেছেন রোহিত শর্মাকেও। প্রোটিয়াদের বিরুদ্ধে ১০টি ছয় মেরেছেন সঞ্জু। এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র রোহিতই এক ইনিংসে ১০টি ছক্কা হাঁকিয়ে ছিলেন।
আরও পড়ুন- আজ মহামেডানের সামনে লাল-হলুদ, প্রতিপক্ষকে সমীহ চেরনিশভেরও