‘চাণক্য’ পুরস্কারে ভূষিত হলেন রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড-এর জেনারেল ম্যানেজার (এইচ আর অ্যান্ড এ এবং কর্পোরেট কমিউনিকেশনস) অসীম রায় চৌধুরী। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ”আজকাল সব জায়গায় দ্বন্দ্বের কারণে সমস্যা তৈরি হচ্ছে। তাই জনসংযোগ ভীষণভাবে জরুরি হয়ে উঠেছে। স্পষ্ট এবং স্বচ্ছ আলোচনার মাধ্যমেই আমরা শান্তিভাবে সমাজে বাঁচতে পারি।”
সম্প্রতি ম্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত পাবলিক রিলেশনস কাউন্সিল অফ ইন্ডিয়ার ১৮ তম গ্লোবাল কমিউনিকেশন কনক্লেভে এই পুরস্কারে সম্মানিত হন অসীম রায় চৌধুরী। তাঁর হাতে ‘কমিউনিকেটর অফ দ্য ইয়ার’ (সরকারি সেক্টর)-এর পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ ইয়সো নায়েক। জনসংযোগ ও কর্পোরেট কমিউনিকেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে।
আরও পড়ুন- ধর্ষণ থেকে বাঁচতে উস্তির বিজেপি নেতাকে খুন মহিলার! চাঞ্চল্যকর অভিযোগ কুণালের