২০ লক্ষ টাকার ‘সুপারি’ পেয়ে খুন করেছিলেন দুজন। খুনের অভিযোগে হাজতবাসও হয় তাদের। হাজতবাসের ১ বছর জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে বকেয়া আদায়ে গিয়েছিলেন দুই সুপারি কিলারের এক জন। কিন্তু টাকা না পেয়ে হতাশ হয়েই ফিরতে হয় তাদের। এরপরই খুনের বরাত দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এ বার থানায় অভিযোগ করলেন ওই ‘সুপারি কিলার’!
বছরখানেক আগে উত্তরপ্রদেশের মিরাটে এক মহিলা আইনজীবীর খুনের ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে পারিবারিক অশান্তির জেরেই অঞ্জলিকে খুনের বরাত দিয়েছিলেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। হত্যাকাণ্ডের দিন কয়েক পরেই সন্দেহভাজন দুই শুটারকে গ্রেফতার করেন তদন্তকারীরা। নীরজ শর্মা এবং যশপালকে জেরা করে পুলিশ জানতে পারে, সুরেশ ভাটি নামে এক ব্যক্তি তাঁদের খুনের বরাত দিয়েছিলেন। জেল হয় দুই অভিযুক্তের। তবে এখনও মামলা চলছে আদালতে। সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পান নীরজ।
জামিনে ছাড়া পাওয়ার দিন কয়েক পরেই নীরজ সোজা থানায় এসে উপস্থিত হন। অভিযোগ করেন, অঞ্জলিকে খুন করার বরাত দিয়েছিলেন তাঁর স্বামী এবং শ্বশুর-শাশুড়ি। নীরজ আরও দাবি করেন, ২০ লাখ টাকায় খুনের ‘চুক্তি’ হয়েছিল। সূত্রের খবর, ২০ লাখ টাকার চুক্তি খেলাপ হওয়াতেই রেগে গিয়ে থানায় যান নীরজ।
আরও পড়ুন- প্রশ্ন পছন্দ না হওয়ায় মহিলা সাংবাদিককে হেনস্থা-মারধরের অভিযোগ, বিতর্কে সপা নেতা