আজ আইএসএলের পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। আইএসএল-এ লম্বা ছুটির পর আবার মাঠে নামছে লাল-হলুদ। প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব। মিনি ডার্বিতে জয়ই লক্ষ্য ইস্টবেঙ্গলের।
এএফসি চ্যালেঞ্জ লিগে নক আউটে যাওয়ার আত্মবিশ্বাস নিয়ে আইএসএলে প্রথম পয়েন্টের খোঁজে ইস্টবেঙ্গল। লিগে শুরুতেই হাফডজন হারে বেসামাল লাল-হলুদ ভুটানে গিয়ে অক্সিজেন নিয়ে ফিরেছে। নতুন কোচ অস্কার ব্রুজোর ছোঁয়ায় বদলে যাওয়া ইস্টবেঙ্গল শনিবার যুবভারতীতে মহামেডানের বিরুদ্ধে ডার্বিতে নামছে আইএসএলে পয়েন্টের খাতা খোলার লক্ষ্যে। আগের থেকে ফুটবলারদের ফিটনেসের উন্নতি হয়েছে। তবে রক্ষণ নিয়ে চিন্তা কমেনি। হেক্টর ইয়ুস্তে চোটের চিকিৎসা করাতে স্পেনে যাওয়ায় মহামেডান ম্যাচে রক্ষণ নিয়ে নানা পরিকল্পনা করতে হচ্ছে অস্কারকে।
হিজাজি মাহেরের উপর আস্থা হারাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। তাঁকে হয়তো শনিবার প্রথম একাদশে রাখবেন না অস্কার। রক্ষণে আনোয়ার আলির পাশে হয়তো জিকসন সিংকে খেলাবেন। সেক্ষেত্র তিন বিদেশি নিয়ে শুরু করতে পারেন। ডার্বির আগের দিন অনুশীলনেও জিকসনকে স্টপারে খেলালেন অস্কার। আক্রমণের বিরুদ্ধে রক্ষণের পরীক্ষাও নিলেন স্প্যানিশ কোচ। আক্রমণে সাউল ক্রেসপো, মাধি তালালের সঙ্গে আপফ্রন্টে দিমিত্রিয়স দিয়ামানতাকোস। দিমি গোলে ফেরায় স্বস্তিতে লাল-হলুদ শিবির। ম্যাচের আগের দিন অনুশীলনেও দেখা গিয়েছে উইং থেকে আক্রমণ তুলে গোল করার মহড়া। নন্দকুমার অনুশীলনে একটু অস্বস্তি বোধ করেন। তাই ফিজিওর সঙ্গে সময় কাটিয়েছেন। তাই নন্দ শুরু করবেন কি না দেখার।
এদিকে ক্লেটন সিলভাকে নিয়ে হতাশা বাড়ছে। অস্কার বললেন, ‘‘মহামেডানের বিরুদ্ধে আমাদের জায়গা দখল করতে হবে। সেটা আক্রমণ হোক বা রক্ষণে। ক্লেটন ভাল অনুশীলন করেছে। মাঠে নেমে এবার ওকে প্রমাণ দিতে হবে।”
আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট থেকেই খেলতে পারেন রোহিত : সূত্র