সাতসকালে ট্যাংরায় পথ দুর্ঘটনা (Accident in Tangra)। নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ৫টি গাড়িতে ধাক্কা মারলো ক্যুরিয়ার ভ্যান। এরপর একটি বাইকের উপর উঠে পড়ে গাড়ি। স্থানীয়রা বলছেন তখনও ভ্যানের গতি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। ফলে সেই গাড়ি ফের ধাক্কা মারে লাইট পোস্টে। হতাহতের কোনও খবর এখনও জানা যায়নি।