CPIM-এর পার্টি অফিসে অরাজনৈতিক কর্মসূচি? বিজেপিকেও ডাক! ধুয়ে দিলেন কুণাল

0
3

কী রোমাঞ্চকর! অরাজনীতির কর্মসূচি নিয়ে বৈঠক সিপিএমের (CPM) অফিসে! সেটা নাকি ময়দান রাজনীতিমুক্ত করণের নামে অরাজনৈতিক সভার প্রস্তুতি বৈঠক! আক্ষরিক অর্থেই বিনোদনে বিষয় হয়ে উঠতে চলেছে এটি। তা নিয়ে নাটকের কোন চিত্রনাট্যের খসড়া প্রস্তুত হয় সেদিকেই চোখ রাজনৈতিক মহলের। আরও তাৎপর্যপূর্ণ যে, উত্তর কলকাতার বিজেপির একটা অংশকেও এঁরা আহ্বান জানিয়েছেন সঙ্গে থাকার জন্য। কী অদ্ভুত সমীকরণ! অরাজনৈতিক সভা, সিপিএম পার্টি অফিসে বৈঠক, আবার বিজেপিকে সঙ্গে থাকার ডাক! শনিবার এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় ‘ব্রেকিং নিউজ’ দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)।

তিনি এদিন ফেসবুক ও এক্স বার্তায় লেখেন, সূত্রের খবর, ময়দান রাজনীতিমুক্ত করার ডাক দিয়ে ১২ তারিখ গোষ্ঠ পালের মূর্তির সামনে যে ‘অরাজনৈতিক’ সভার প্রচার ফেসবুকে হচ্ছে, তার প্রস্তুতিতে আজ শনিবার দুপুর একটায় সিপিএমের কলকাতা জেলা দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনে একটি জরুরি ও গোপন বৈঠকের আয়োজন হয়েছে। সিপিএমের পতাকা ছাড়া, তিন প্রধানের জার্সি পরিয়ে কিছু কমরেডকে ওইদিন হাজির করার চেষ্টা চলছে। যে সিপিএমের একাধিক বড় নেতা ইস্টবেঙ্গলসহ বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের পদে ছিলেন, তারা এখন ছদ্মবেশে ময়দান অরাজনীতিকরণের কথা বলছে। আজ বৈঠকে ফৈয়াজ আমেদ খান-সহ কিছু নেতা থাকার কথা। থাকবেন হেদুয়া-সহ দু-চারটি এলাকার সিপিএম সংগঠকরা। সূত্রে আরও খবর, ১২ তারিখ সঙ্গে থাকার জন্য এঁদের একটি অংশ বিজেপির উত্তর কলকাতা জেলার কিছু নেতার সঙ্গে কথা বলছেন। সমস্যা হল, বিজেপি (BJP) নিজেরাই তো এআইএফএফ (AIFF) শীর্ষপদ দখল করে বসে আছে। যাই হোক, সিপিএম অফিসে বসে সিপিএমের নেতা ও ক্যাডাররা, যাঁরা একসময়ে ময়দানে নানা পদে, তাঁরা আজ নাটকের কোন চিত্রনাট্যের খসড়া করেন, সেটা ভারী বিনোদনের বিষয়।তিনি আরও লেখেন, অরাজনীতির কর্মসূচি নিয়ে সিপিএম কলকাতা জেলা কমিটির অফিসে বৈঠক। কী রোমাঞ্চকর!