সাক্ষাৎকারে প্রশ্ন পছন্দ হয়নি। এই কারণে মহিলা সাংবাদিককে হেনস্থা-মারধরের অভিযোগ মুম্বইয়ের সমাজবাদী পার্টির নেতা আবু আজমির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে ওই মহিলা সাংবাদিককে গোটা বিষয়ের বর্ণনা দিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
মহিলা সাংবাদিকের দাবি, গোভান্দি শিবাজি নগরের সমাজবাদী পার্টির অফিসে তাঁরা আবু আজমির একটি সাক্ষাৎকারের জন্য গেছিলেন। রফিকনগর এলাকার রাস্তার খারাপ অবস্থা এবং আবর্জনা জমে যাওয়ার বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্ন পছন্দ না হওয়ায় তাঁদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতেই দেখা যায়, মহিলা সাংবাদিকের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) পাশাপাশি এও দেখা যায়, তাঁর সহকর্মীদেরও জামা ছেঁড়া, কোনও একজন রক্তাক্তও হয়েছেন।
আরও পড়ুন- উৎসবের মধ্য দিয়ে মানুষকে ভালবেসে সবাইকে এগিয়ে আসার ডাক কুণালের