মণিপুরে হিংসায় দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীই? চাঞ্চল্যকর অডিও ক্লিপ খতিয়ে দেখবে শীর্ষ আদালত

0
1

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং-ই না কি রাজ্যে হিংসার আগুন জ্বালিয়েছেন, তিনিই নাকি জঙ্গিদের আগ্নেয়াস্ত্র পাচার করেছেন এবং একটি সম্প্রদায়ের মানুষদের অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে উসকে দিয়েছেন! এই অভিযোগ সম্বলিত একটি অডিও ক্লিপের সত্যাসত্য খতিয়ে দেখতে রাজি হল সুপ্রিম কোর্ট৷ আগামী দু সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত অডিও ক্লিপটি সিল বন্ধ খামে জমা দিতে হবে সুপ্রিম কোর্টে৷ শুক্রবার নিজের কর্মজীবনের শেষ দিনে দাঁড়িয়ে মণিপুরের জনৈক সমাজসেবীর তরফে সওয়াল করা প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণকে এমনই নির্দেশ দিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷

উল্লেখ্য, শীর্ষ আদালত যাতে এমন স্পর্শকাতর বিষয়ে হস্তক্ষেপ না করে, তার জন্য এদিন প্রবল প্রচেষ্টা করেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ তাঁর যুক্তি, মহামান্য বিচারপতিরা আইভরি টাওয়ারে বসে আছেন৷ মণিপুরের গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু আলাদা৷ অডিও ক্লিপ সংক্রান্ত বিষয় নিয়ে আবেদনকারীরা প্রয়োজন হলে হাইকোর্টে যেতে পারতেন৷ তা না করে সরাসরি সুপ্রিম কোর্টে আর্জি জানানোর কি অর্থ? এই প্রসঙ্গে নিজের অবস্থান জানাতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তির তীব্র সমালোচনা করেন প্রধান বিচারপতি৷ তাঁর কথায়, আমরা আইভরি টাওয়ারের উপরে বসে নেই৷ আমাদের কিছু সাংবিধানিক দায়িত্ব আছে৷ সেই দায়িত্ব পালন করতে গিয়ে সব কিছুকে কার্পেটের তলায় চাপা দিতে পারি না আমরা৷ প্রধান বিচারপতি অসন্ত্তষ্ট হয়েছে দেখে সঙ্গে সঙ্গেই দু:খপ্রকাশ করে নেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, তিনি দু সপ্তাহের মধ্যে সিল বন্ধ খামে জমা দেবেন সংশ্লিষ্ট অডিও ক্লিপ৷ প্রধান বিচারপতি জানান, তাঁর অবসরের পরে এই আবেদনটির বিচারে থাকবেন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র৷

আরও পড়ুন- সরকারিতে কর্মবিরতি ডেকে বেসরকারিতে স্বাস্থ্যসাথী থেকে কোটি কোটি কামিয়েছেন চিকিৎসকরা