ক্যানিংয়ে দুই মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করায় শারীরিক হেনস্থা

0
1

ইভটিজিং-এর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত দুই মহিলা। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning Incident)। রাত ৮টা নাগাদ তম্বুলদহ মোড় এলাকার একটি দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন দুই মহিলা। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা তিন যুবক ওই দু’জনকে দেখে বিশ্রী অঙ্গভঙ্গি এবং কটূক্তি করেন বলে অভিযোগ। তাঁরা প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হন। শারীরিকভাবে হেনস্থা, শ্লীলতাহানি করা হয় বলে ক্যানিং থানায় ওই দুই মহিলা অভিযোগ করেছেন। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে ক্যানিং থানার পুলিশ (Canning Police)।

আক্রান্ত দুই মহিলার দাবি কটূক্তির প্রতিবাদ করলে ফকির মোল্লা নামের এক ব্যক্তি তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। আরও দুই যুবককে সঙ্গে নিয়ে বেধড়ক মারধর করতে শুরু করেন। দুই মহিলার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়েরা। ক্যানিংয়ের SDPO রামকুমার মণ্ডল জানিয়েছেন নিগৃহীতাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।