ফিরহাদকে দুর্নাম করার চেষ্টা: রেখা পাত্র মন্তব্যে কড়া প্রতিক্রিয়া কুণালের

0
1

একটি শব্দকে তুলে ধরে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) দুর্নাম করার চেষ্টার বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra) সম্পর্কে মন্ত্রীর মন্তব্যের মাত্র একটি দিক তুলে ধরার অভিযোগও করেন তিনি।

বসিরহাট ইস্যুকে লোকসভা নির্বাচনের (Loksabha Election) তুরুপের তাস করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছিলেন বিজেপির তাবড় নেতারা। বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তার জন্য রাজ্যকে অপমান করার কোনও খামতি রাখেননি তাঁরা। বিজেপির এই মানসিকতাকে তুলে ধরতে গিয়েই রেখা পাত্র প্রসঙ্গে সম্প্রতি একটি মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

বিজেপির দাবি সেই মন্তব্যে একজন মহিলার প্রতি অবমাননাকর মন্তব্য করা হয়েছে। আইনি পথে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও এই মন্তব্যকে একপেশে দেখানো হয়েছে বলেই দাবি কুণাল ঘোষের। তিনি দাবি করেন, একই বক্তব্যে মন্ত্রী বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ভদ্রমহিলা বলেও দাবি করেছেন। অথচ সেই অংশটির উল্লেখ না করে খারাপ শব্দটিকেই শুধু তুলে ধরা হচ্ছে। এভাবে মন্ত্রীকে দুর্নাম করার চেষ্টা হচ্ছে।