জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) ৩৭০ ধারা বিলোপ নিয়ে তুলকালাম বিধানসভা অধিবেশন। বিক্ষোভ থেকে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। ওয়েলে নেমে গন্ডগোল শুরুর অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে এদিনের মতো অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার।
বৃহস্পতিবার কাশ্মীর বিধানসভায় (Kashmir Assembly) ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এই ধারা বিলুপ্তির প্রতিবাদে একটি ব্যানার নিয়ে হাজির হন বারামুলার সাংসদ তথা আওয়ামি ইত্তিহাদ পার্টির প্রধান ইঞ্জিনিয়ার রশিদের ভাই খুরশিদ আহমেদ শেখ। সেখানে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা (Sunil Sharma) ওই ব্যানারে প্রবল আপত্তি জানালেও খুরশিদ তা সরাতে রাজি হননি। শেষমেশ দুই শিবিরের বিবাদ শুরু হয়ে যায়। বিধানসভায় ঢুকতে হয় নিরাপত্তারক্ষীদের। বুধবারই বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে একটি প্রস্তাব পাশ হয়েছে কাশ্মীর বিধানসভায়। সেখানে বিজেপির আপত্তি ধোপে টেকেনি। এরপর বৃহস্পতিবার মুলতুবি হয়ে গেল অধিবেশন।