ছটপুজোর (Chhatpuja) ভিড়ের মধ্য হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে হারিয়ে গিয়েছিল তিন শিশু। ‘অভিষেকের দূত’দের (Abhisheker Doot) উদ্যোগে হারিয়ে যাওয়া সেই ৩ শিশুকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল পরিবারের কাছে।
ছটপুজো উপলক্ষে হাওড়ায় (Howrah) যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘অভিষেকের দূত’ হিসেবে মানুষের পাশে থাকছেন। প্রতিটি গঙ্গার ঘাটেই শিবির করে কড়া নজরদারি চালাচ্ছেন তাঁরা। সেরকমই রামকৃষ্ণপুর ঘাটে (Ramkrishnapur Ghat) মধ্য হাওড়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ‘অভিষেকের দূত’রা পুর্ণার্থীদের সাহায্যের জন্য হাজির ছিলেন।
এদিন ভিড়ের চাপে সেখানে ৩ শিশু হারিয়ে যায়। যুব তৃণমূল কর্মীদের তৎপরতায় হারিয়ে যাওয়া ওই তিন শিশুকে উদ্ধার করে তাদের বাড়ির লোকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়াও পুর্ণার্থীদের জল, সরবত প্রয়োজনে হাত ধরে রাস্তা পারাপার করে দেওয়ার মতো কাজও করেন ‘অভিষেকের দূত’রা। মধ্য হাওড়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় জানান, আমরা সবসময় অভিষেকের দূত (Abhisheker Doot) হিসেবে মানুষের পাশে থাকছি। কারোর কোনও সমস্যা হলে তৎক্ষণাৎ তাঁদের সাহায্যে এগিয়ে যাচ্ছি। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া তিনজন শিশুকে উদ্ধার করে তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।