জন্মদিনে একেবারে অন্য মেজাজে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বৃহস্পতিবার, বেলা গড়াতেই কালীঘাটে তাঁর বাড়ির সামনে উপচে পড়ে ভিড়। কর্মী-সমর্থকদের আবদার মিটিয়ে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতা করেন অভিষেক। সেখানেই বীরভূমে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৈরি কোর কমিটির পক্ষেই সওয়াল করেন অভিষেক।

জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি বীরভূমের সংগঠন পরিচালনার জন্য কোর কমিটি গড়ে দেন তৃণমূল সুপ্রিমো। দুর্গাপুজোর আগে জামিনে ছাড়া পেয়ে জেলায় ফিরেছেন অনুব্রত। এই পরিস্থিতি কোর কমিটি কি থাকবে? এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জানান, স্পষ্ট বক্তব্য, নেত্রীর তৈরি করে দেওয়া কোর কমিটিই থাকা উচিত। তাঁর কথায়, ২০১৯-এর তুলনায় ২০২৪-এ এই জেলায় তৃণমূলের ফল বেশ ভালো হয়েছে। সুতরাং কোর কমিটিই থাকা উচিত।
একই সঙ্গে রাজ্যের আসন্ন উপনির্বাচন নিয়ে অভিষেকের মত, সব ক’টি আসনই তৃণমূলের জেতা উচিত। তবে কোথাও কোনও সমস্যা মনে হলে দলের তরফে জোর দেওয়া হবে। আরজি কর-ইস্যু ও তার পরবর্তী গতিপ্রকৃতি নিয়েও এদিন মতামত জানান অভিষেক।







































































































































