অধ্যক্ষরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, বিধানসভায় অভিযোগ বিমানের

0
2

অধ্যক্ষেরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না ৷ বিধানসভায় আরও একবার এমনই অভিযোগ শোনা গেল রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখে । কয়েকদিন আগেই তিনি সর্বভারতীয় অধ্যক্ষদের সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং সেখানেও এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন ।

অধ্যক্ষের স্বাধীনতা খর্ব হচ্ছে বলে মঙ্গলবার আবারও অভিযোগ করেন তিনি । এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, স্পিকাররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না । তাদের বাড়িতে ইডি, সিবিআইকে দিয়ে রেড করিয়ে দেওয়া হচ্ছে ।

অধ্যক্ষদের সম্মেলনে মূল বিষয় ছিল, ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট রুলস – গণতন্ত্রকে রক্ষা করার জন্য সাংসদ ও বিধায়কদের ভূমিকা’। সেখানে আমি বলেছি আইনসভার সদস্যরা, ভয়হীনভাবে কাজ করতে পারছেন না । এমনও দেখা যাচ্ছে যাঁরা বিধানসভাতে রয়েছেন, তাঁদের বাড়িতে ইডি এবং সিবিআই রেড করে দিয়েছে । এতে তাঁরা ব্যস্ত হয়ে পড়েন, তাঁদের মানসিক ভারসাম্য নষ্ট হয় । এটা কোনওভাবেই বাঞ্ছনীয় নয় । সেটা আমি বলেছি ।”

তিনি আরও বলেন, এই রাজ্যে ওই ধরনের ঘটনা ঘটেছে । বিধানসভায় মিটিং করতে এসেছিলেন এক বিধায়ক ৷ তাঁর বাড়িতে সিবিআই হানা দেয় । আমরা তদন্তকারী অফিসারদের বারবার অনুরোধ করেছি । এধরনের সমনের ক্ষেত্রে আগে বিধায়ককে এবং বিধানসভাকে জানানো হোক । কিন্তু কার্যক্ষেত্রে তা মানা হচ্ছে না ।

একইসঙ্গে এদিন অধ্যক্ষ জানিয়েছেন, আগামী ২৫ নভেম্বর থেকে রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে । এই অধিবেশন চলবে ১০-১১ দিন ৷ তবে এই অধিবেশনে কী কী বিল আসতে পারে, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া তিনি দেননি । বলেছেন, গোটা বিষয়টি বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে আলোচনা করে ঠিক করা হবে ।

এদিন অপরিজিতা বিল নিয়েও তাঁর কাছে প্রশ্ন করা হয় । অধ্যক্ষ বলেন, রাজ্যপাল জানিয়েছেন এই বিল ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে । এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই । তিনি বলেন, বিল বিধানসভায় পাশ করে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে । এরপর তা নিয়ে কোনও তথ্য তাঁর কাছে নেই ।

আরও পড়ুন- ২৫ নভেম্বর শুরু শীতকালীন অধিবেশন, চলবে কত দিন?