আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় কার্যত স্পষ্ট। মঙ্গলবার সকাল থেকে এই ইঙ্গিত পেতেই চড়তে শুরু করেছে ভারতের শেয়ার বাজার (Share market)। বুধবার ৯১৩ পয়েন্ট বেড়ে ৮০ হাজারের গণ্ডি পার করেছে সেনসেক্স (Sensex)। ঠিক একইভাবে বেড়েছে নিফটিও (NIFTY)।
বিগত ৩০ দিন ধরে রক্তক্ষরণ চলছিল ভারতের শেয়ার মার্কেটে (share market)। এই কদিনে ভারতের বাজার থেকে বিনিয়োগ কমাচ্ছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। তবে শোনা যাচ্ছিল, আমেরিকায় প্রেসিডেন্ট ভোটে ট্রাম্প (Donald Trump) জয়ী হলে ঘুরে দাঁড়াবে ভারতের শেয়ার মার্কেট। আর তাই হল। এই মুহূর্তে সেনসেক্স (Sensex) ছাড়িয়েছে ৮০ হাজার। পাশাপাশি ২৬৩-এর বেশি পয়েন্ট বেড়ে নিফটি (NIFTY) ছাড়িয়েছে ২৪ হাজার।
আজ শেয়ারবাজের সবচেয়ে বেশি উত্থান হয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেড (GAIL), আদানি এনার্জি সলিউশান, ভারত ইলেক্ট্রনিক্স, টিসিএস (TCS), ইনফোসিস (INFOSYS), এইচসিএল (HCL)-এর মতো শেয়ারগুলিতে। এদিকে একাধিক শেয়ারেও পতন হয়েছে। ধাক্কা খেয়েছে ব্যাঙ্কিং সেক্টরের একাধিক সংস্থা থেকে এফএমসিজি সংস্থাগুলির একাধিক শেয়ারে।