আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণী ধর্ষণ খুনের ঘটনায় আজ সুপ্রিম শুনানি।রাষ্ট্রপতি ভবনের একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) যোগদানের কারণে মঙ্গলবার সুপ্রিম আদালতে এই মামলা ওঠেনি। আজ সকাল সাড়ে দশটায় এই মামলার শুনবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ার পাশাপাশি, বুধবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে শীর্ষ আদালতে হলফনামা দেবে রাজ্য।
মঙ্গলবার তিনটের সময় আর জি কর মামলার শুনানির কথা থাকলেও প্রথমদিকের মামলার দীর্ঘসূত্রিতার কারণে বিকেল সাড়ে তিনটেতেও এই কেসের শুনানি শুরু হয় নি। এদিকে বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কথা ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। সেই কারণেই বুধবারের শুনানির তালিকায় আর জি কর মামলাকে দিনের প্রথম মামলা হিসেবে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সাড়ে দশটায় শুরু হবে শুনানি।