২৫ নভেম্বর শুরু শীতকালীন অধিবেশন, চলবে কত দিন?

0
4

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে ২৫ নভেম্বর। চলবে প্রায় একমাস। অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের পর মঙ্গলবার একথা জানালেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। উল্লেখ্য, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দুদিন পর সংসদে বসবে শীতকালীন অধিবেশন।

মঙ্গলবার এক্স হ্যান্ডলে শীতকালীন অধিবেশনের দিনক্ষণ জানান রিজিজু। সেখানে তিনি লেখেন, “ভারত সরকারের সুপারিশ মেনে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন। ২৫ নভেম্বর থেকে শুরু ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। ” পাশাপাশি ২৬ নভেম্বর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে সংসদে। ৭৫ বছর আগে এদিনই সংবিধান সরকারিভাবে গৃহীত হয়েছিল। সেই উপলক্ষ্যেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সংবিধান সদনের সেন্ট্রাল হলে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ।

সরকারি সূত্রে খবর, এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে চায় কেন্দ্রীয় সরকার । সেই তালিকায় আছে ‘এক দেশ এক ভোট’ বিল থেকে শুরু করে ওয়াকফ বিল। ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত পেয়েছে ।

আরও পড়ুন- জল্পনার অবসান, রিয়াধ নয় এই জায়গায় হবে ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম