ক্যানসার কেড়ে নিল প্রাণ। ৫ নভেম্বর (বুধবার) রাত ৯টা ২০ মিনিটে প্রয়াত বিহারের খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহা (Sharda Sinha)। ‘বিহার কোকিলা’র শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিল্পীর চিকিৎসা চলছিল দিল্লি এইমসে। ছট মহাপর্বের প্রথম দিনেই তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীর পরিবারে।

ছট পুজোর উৎসব মানেই সারদা সিনহার গলার সুমধুর গান। কিন্তু এবারে থেমে গেল কণ্ঠ। সঙ্গীতশিল্পী হিসেবে কেরিয়ারের শুরু থেকেই সারদা লোকসঙ্গীতকেই বেছে নেন। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) লেখেন, ‘বিহার কোকিলা হিসেবে খ্যাত প্রখ্যাত সঙ্গীতশিল্পী ডা. সারদা সিনহার মৃত্যুসংবাদ অত্যন্ত দুঃখজনক। সারদা সিনহা বিহারি লোকগানের মৈথিলি, ভোজপুরি ভাষায় নিজের সুমধুর কণ্ঠের সৌজন্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। আজ ছট পূজার দিনেও তাঁর সুরেলা গানে দেশ-বিদেশে এক অলৌকিক ভক্তির আবহ তৈরি হবে। তিনি ২০১৮ সালে শিল্পকলার ক্ষেত্রে পদ্মভূষণেও ভূষিত হন। তাঁর সুরেলা গান অমর হয়ে থাকবে। আমি তার পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
बिहार कोकिला के रूप में प्रसिद्ध गायिका डॉक्टर शारदा सिन्हा जी के निधन का समाचार अत्यंत दुखद है। बिहारी लोक गीतों को मैथिली और भोजपुरी में अपनी मधुर आवाज़ देकर शारदा सिन्हा जी ने संगीत जगत में अपार लोकप्रियता पायी। आज छठ पूजा के दिन उनके मधुर गीत देश-विदेश में भक्ति का अलौकिक…
— President of India (@rashtrapatibhvn) November 5, 2024
প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রখ্যাত লোকশিল্পী সারদা সিনহার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর গাওয়া মৈথিলি এবং ভোজপুরি লোকগান গত কয়েক দশক ধরে অত্যন্ত জনপ্রিয়। ছটপুজোর বিশ্বাস সংক্রান্ত সুমধুর গানগুলো চিরকাল প্রতিধ্বনিত হবে। ওঁর চলে যাওয়া সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। শোকের এই মুহূর্তে শিল্পীর পরিবার ও অনুরাগীদের পাশে রয়েছি। ওঁ শান্তি!’
सुप्रसिद्ध लोक गायिका शारदा सिन्हा जी के निधन से अत्यंत दुख हुआ है। उनके गाए मैथिली और भोजपुरी के लोकगीत पिछले कई दशकों से बेहद लोकप्रिय रहे हैं। आस्था के महापर्व छठ से जुड़े उनके सुमधुर गीतों की गूंज भी सदैव बनी रहेगी। उनका जाना संगीत जगत के लिए एक अपूरणीय क्षति है। शोक की इस… pic.twitter.com/sOaLvUOnrW
— Narendra Modi (@narendramodi) November 5, 2024
সারদা সিনহার পুত্র অংশুমান সিনহাই (Angshuman Sinha ) সোশ্যাল মিডিয়ায় মায়ের প্রয়াণের খবর ভাগ করে নিয়েছেন। বৃহস্পতিতেই পাটনার গুলবি ঘাটে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।







































































































































