লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল, হাওড়া ডিভিশনে ট্রেন বিভ্রাটে নাকাল যাত্রীরা 

0
2

অফিস টাইমে চরম দুর্ভোগের ছবি মেইন লাইনের হাওড়া ডিভিশনে (Howrah Division)। বুধবার সকাল পৌনে এগারোটা নাগাদ একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। জানা যায়, বর্ধমান থেকে হাওড়া (Burdwan Howrah Local) ঢোকার মুখে তিন নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে যায়। দীর্ঘক্ষণ সিগনালে আটকে থাকতে হয় যাত্রীদের। কারশেডের কাছে যে সমস্ত ট্রেন পৌঁছে দাঁড়িয়েছিল সেখান থেকে যাত্রীরা লাইনে ঝাঁপ দিয়ে নেমে হাঁটতে শুরু করেন প্ল্যাটফর্মের দিকে। কাজের দিনে হয়রানির শিকার হতে হয় রেলযাত্রীদের।

পূর্ব রেলের (Eastern Railway) পক্ষ থেকে জানা গিয়েছে, হাওড়া স্টেশনে ঢোকার সময় একটি লোকাল ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ফলে আপ এবং ডাউন মেইন লাইনে ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়ে। এমনকি হাওড়া স্টেশনের তিন চার পাঁচ নম্বর প্লাটফর্মে পরপর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে ইঞ্জিন বদল করে ট্রেনটিকে চালু করতে বেশ কিছুটা সময় লেগে যায়। প্রায় চল্লিশ-পঁয়তাল্লিশ মিনিট পর স্বাভাবিক হয় পরিষেবা। এমনিতেই নিত্যদিন কাজের পথে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকতে দেরি হয় কিন্তু এদিন তা যেন চরম সীমায় পৌঁছল। ক্রমাগত রেল হয়রানির জেরে ক্ষুব্ধ ট্রেনযাত্রীরা।