‘আগামীর মুখ্যমন্ত্রী’ অভিষেককে জন্মদিনের আগাম শুভেচ্ছা, কুণালের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

0
2

বৃহস্পতিবার জন্মদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বুধবার, নিজের এক্স হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানান তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সেই শুভেচ্ছা বার্তায় অভিষেককে বাংলার আগামী মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেছেন কুণাল। আর তা নিয়েই এখন রাজ্য রাজনীতিতে প্রবল জল্পনা।
জন্মদিনের আগেরদিনই অভিষেককে শুভেচ্ছা জানান কুণাল। সেখানে অভিষেকের প্রতি তাঁর স্নেহ-ভালবাসা উপচে পড়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা করে লিখেছেন, “রাত পোহালেই অভিষেকের জন্মদিন। খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, চোখের সমস্যাটা একদম ঠিক হয়ে যাক।“ অভিষেকে নেতৃত্বের আগেই প্রশংসা করেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। তাঁকে তৃণমূলের সেনাপতি বলে বারবার উল্লেখ করতে দেখা যায় কুণালকে। পোস্টেরও তিনি লিখেছেন, “কম বয়সেই যোগ্য নেতৃত্বের যে ছাপ অভিষেক রাখছে, সময়ের সঙ্গে তা আরও ব্যাপকতর হতে থাকুক। আমি নিজে সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, এই উদীয়মান তারকার উপর গুরুত্ব-সহ নজর রাখবই। বয়সে ছোট, কিন্তু যতদিন আমি তৃণমূলে সক্রিয় থাকব, ও আমার নেতা। তার বাইরে স্নেহ করি, ভালোবাসি।“

এর পরেই অভিষেককে (Abhishek Banerjee) বাংলার ‘আগামীর মুখ্যমন্ত্রী’ বলে উল্লেখ করে কুণাল লিখেছেন, “মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারালো হচ্ছে অভিষেক। সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।“