প্রয়াত ‘বিহার কোকিলা’ সারদা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
1

ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত বিহারের লোকশিল্পী সারদা সিনহা (Sharda Sinha)। পদ্মভূষণ শিল্পীর প্রয়াণে শোকের ছায়া প্রতিবেশী বিহারে। প্রয়াত শিল্পীকে স্মরণ করে শোকবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিহার ও উত্তর ভারতের বিভিন্ন ভাষায় তাঁর স্মরণীয় গানের কথা উল্লেখ করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রখ্যাত লোকশিল্পী সারদা সিনহার প্রয়াণে শোকাহত। ‘বিহার কোকিলা’ নামে খ্যাত শিল্পী যিনি তাঁর সুরেলা কণ্ঠে ভোজপুরি, মৈথিলী ও মগধি ভাষায় গানের জন্য সুপরিচিত, তিনি চিরকাল স্মরণে থেকে যাবেন।” সেই সঙ্গে পরিবার, বন্ধু ও ভক্তদের জন্য সমবেদনা প্রকাশ করেন।