অবশেষে জল্পনার অবসান। সামনে এল ২০২৫ আইপিএল-এর নিলামের দিনক্ষণ। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় হবে আইপিএল-এর মেগা নিলাম। এদিন এমনটাই জানান হল বিসিসিআই-এর পক্ষ থেকে। বিভিন্ন দেশের মোট ১৫৭৪ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছেন আইপিএলের নিলামের জন্য। প্রথমে শোনা গিয়েছিল রিয়াধে হবে নিলাম। কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরবেরই জেড্ডাকেই বেছে নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।
সদ্য গিয়েছে আইপিএল-এর রিটেশন। সেখানে ১০ দল তাদের পছন্দই ক্রিকেটারদের ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, একটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মরশুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সব মিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। ভারতের লোকেশ রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়র, ঈশান কিষাণ, মহম্মদ শামি, আরশদীপ সিং, মহম্মদ সিরাজের মতো প্রথম সারির ক্রিকেটারদের নাম রয়েছে নিলামে।
আরও পড়ুন- মালয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করলেন মার্কেজ