সংসদের পাশাপাশি বিধানসভার (Assembly) শীতকালীন অধিবেশনের দিন ঘোষণা। ২৫ নভেম্বর থেকেই বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। মঙ্গলবার, বিধানসভায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ জানান, “২৫ তারিখ থেকে আমাদের অধিবেশন হবে। অধিবেশন ১০-১১ দিন পর্যন্ত চলতে পারে। এ বারের অধিবেশনে আমাদের বহু গুরুত্বপূর্ণ বিজনেস রয়েছে। বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় কর্মসূচি সাজানো হবে।“
রাজ্যে ধর্ষণ-খুনে কড়া শাস্তি বিধানে পুজোর আগে এক দিনের অধিবেশন ডেকে অপরাজিতা বিল পাশ করিয়েছে রাজ্য সরকার। সেই বিল নিয়ে এদিন বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “রাজ্যপাল আমাদের জানিয়েছেন যে, অনুমোদনের জন্য তিনি বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। গণপিটুনি বিল নিয়ে কিছু জানি না। এই সংক্রান্ত বিষয় সবার আগে জানা উচিত বিধানসভার। বিল জেনারেট হয় বিধানসভায়, তা পাশ করা হয় বিধানসভায়।“
১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ২৩ নভেম্বর গণনা। এর আগে ২টি উপনির্বাচনের পরে তৃণমূলের জয়ী বিধায়কেরা বিধানসভাতেই (Assembly) শপথ নিয়েছেন। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল। শীতকালীন অধিবেশনেও উপনির্বাচনে জয়ী প্রার্থীরা শপথ নেবেন। অধ্যক্ষ জানান, “অধিবেশনের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে।“ তারিখ নিয়ে মুখ্যমন্ত্রী সম্মত হওয়ার পরেই অধিবেশনের দিন ধার্য হয়েছে।