অলিম্পিক্সে অংশগ্রহণকারী ইমেন খেলিফের বিরুদ্ধে এল চাঞ্চল্যকর রিপোর্ট, রয়েছে অভ্যন্তরীণ অন্ডকোষ : সূত্র

0
2

২০২৪ প্যারিস অলিম্পিক্সে তাঁকে ঘিরে হয়েছে অনেক হইচই। গোটা প্যারিস অলিম্পিক্স ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আলজেরিয়ান বক্সার ইমেন খেলিফ। মহিলাদের বক্সিংয়ে সোনা জিতেছিলেন। সেই ইমেন খেলিফের বিরুদ্ধে এলো আরও একটা চাঞ্চল্যকর রিপোর্ট। যে রিপোর্টের তথ্যের ভিত্তিতে মহিলাদের বক্সিংয়ে তাঁর খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে জেল।

 

সূত্রের খবর, সেই বিস্ফোরক রিপোর্টে বলা হয়েছে, খেলিফ এমন এক অবস্থার শিকার যেখানে শারীরিক যৌন বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এর ফলে লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত জটিলতা তৈরি হয়। দ্বিতীয় লিঙ্গের আচরণ সুস্পষ্ট হয়ে ওঠে। সেই রিপোর্টে আরও বলা হয়েছে, খেলিফের অভ্যন্তরীণ অন্ডকোষ রয়েছে। এবং ক্রোমোজোম XY ঘরানার। এর ফলে যে শারীরিক কন্ডিশনের শিকার তিনি তাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয়, ৫-আলফা রিডাকটেস ডেফিসিয়েন্সি। জানা যাচ্ছে, প্যারিসের ক্রেমলিন বিসেত্রে হাসপাতাল এবং আলজিয়ার্স-এর মহম্মদ লামিনের দেবাঘাইন হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানীরা যৌথভাবে এই রিপোর্ট তৈরি করেছেন। সেখানে স্পষ্টভাবে খেলিফের শারীরিক কন্ডিশন বিস্তারিতভাবে বলা হয়েছে। জানানো হয়েছে, অন্ডকোষ ছাড়াও মাইক্রো-পেনিস অর্থাৎ ছোট পুরুষাঙ্গের উপস্থিতি রয়েছে তাঁর শরীরে। নিজেকে মহিলা বলে দাবি করলেও মহিলাদের প্রধান স্ত্রী অঙ্গ জরায়ুই নেই তাঁর শরীরে।

আলজেরিয়ান এই এথলিট প্ৰথম থেকেই মহিলাদের বিভাগে অংশগ্রহণের জন্য শিরোনামে। প্যারিস অলিম্পিক্সে এই বিতর্ক শতগুন বেড়ে যায়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় বিতর্কে কান দেননি ইমেন। তিনি বলে দিয়েছিলেন, “আমি মেয়ে হিসাবে জন্মেছি। মেয়ে হিসাবে বেঁচে রয়েছি। মেয়ে হিসাবেই খেলায় কোয়ালিফাই করব।”

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাট স্পোর্টস