বীরভূমে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, তারাপীঠে গণধর্ষিতা মহিলা

0
2

টিউশন থেকে ফেরার পথে হাতমুখ বেঁধে নাবালিকাকে গণধর্ষণের চেষ্টা বীরভূমের দুবরাজপুরে (Dubrajpur, Birbhum)। সোমবার সন্ধ্যা ছটা নাগাদ ওই ছাত্রী যখন ফিরছিলেন তখন পণ্ডিতপুর গ্রামের কাছে দুজন যুবক তাঁকে জোর করে টেনে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। ছিড়ে দেওয়া হয় তার পোশাকের একাংশ। নাবালিকা চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপরই পরিস্থিতি বেগতিক বুঝে জমায়েত লোকজনের ফাঁক গলে পালিয়ে যায় পিন্টু সাহা ও চাঁদ দে নামে দুই অভিযুক্ত। দুজনের নামেই দুবরাজপুর থানায় (Dubrajpur Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে।

পাশাপাশি তারাপীঠেও গণধর্ষণের (Gangrape in Tarapith) অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। সহকর্মীর স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ মেটানোর নামে গণধর্ষণ করা হয়। ভয়ে কাউকে কিছু জানাতে পারেননি নিগৃহীতা। পরে তারাপীঠ থানায় অভিযোগ দায়ের করেন। তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।