সুখবর: প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু, জেলাভিত্তিক শূন্যপদের তালিকা চাইল পর্ষদ

0
2

উৎসবের আবহ কাটিয়ে উঠতে না উঠতেই এবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জট কাটিয়ে অবশেষে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া (Primary teachers Recruitment)শুরু করছে রাজ্য। মঙ্গলে সকালেই এই সংক্রান্ত বিবৃতি জারি করা হয়েছে। স্কুল শিক্ষা দফতরের (Department of Education) তরফে রাজ্যজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে। জেলা ভিত্তিক তালিকা জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের থেকে শূন্যপদের (vacancy) তালিকা পেলেই নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই সূত্রের খবর। ডিসেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য। ২০২২ ও ২০১৩ এ উত্তীর্ণ টেট চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাবেন। পাশাপাশি নভেম্বরের তৃতীয় সপ্তাহে ২০২৩-এর টেটের ফলপ্রকাশের সম্ভাবনাও রয়েছে।