স্বপ্নপূরণ ভারতীয় তারকা ক্রিকেটার হল রিঙ্কু সিং-এর, কিনলেন বাড়ি

0
4

অবশেষে স্বপ্নপূরণ হল ভারতীয় তারকা ক্রিকেটার রিঙ্কু সিং-এর। কিনলেন স্বপ্নের বাড়ি। সদ্য রিটেশন ছিল আইপিএল-এর। সেখানে দেখা গিয়েছে সব থেকে বেশি দাম দিয়ে রিঙ্কুকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ১৩ কোটি টাকা রিঙ্কুকে দিচ্ছে কলকাতা। আর এরপরই সামনে এল রিঙ্কুর স্বপ্নের বাড়ি কেনার কথা।

জানা যাচ্ছে, আলীগড়ে নিজের শহরের ওজোন সিটির গোল্ডেন এস্টেটে ৩৮ নম্বর বাড়িটি কিনেছেন কেকেআর তারকা। । ৫০০ স্কয়ার ইয়ার্ডের এই বিলাসবহুল বাংলোর দাম কোটি টাকার বেশি, যা আলীগড়ের অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে পরিচিত। সূত্রের খবর, গত বুধবার বাড়ির রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর, রিঙ্কুর জন্য একটি হাউসওয়ার্মিং ফাংশন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে রিঙ্কু তাঁর বাবা খানচাঁদ ও মা বিনা দেবীর হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন ওজোন সিটির চেয়ারম্যান প্রবীণ মংলার।

আইপিএল ২০২৩ মরশুমে শেষ ওভারে ৫টি ছক্কা মেরে দলকে জিতিয়ে লাইমলাইটে আসেন রিঙ্কু। জায়গা করেনেন ভারতীয় দলেও।

আরও পড়ুন- ২০৩৬ অলিম্পিক্স আয়োজন করতে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিকে চিঠি আইওএ’র