তদন্তে বাধা দিয়ে হুমকি পুলিশ আধিকারিককে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের অভিযোগের ভিত্তিতে এফআইআর (FIR) দায়ের হল কেন্দ্রীয় বৃহৎ শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর (H D Kumaraswamy) বিরুদ্ধে। সেই সঙ্গে তাঁর ছেলে ও জেডিএস-এর (JDS) এক বিধায়কের বিরুদ্ধেও দায়ের হল এফআইআর।
কর্ণাটকের লোকাযুক্তর স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের (SIT) প্রধান তথা এডিজিপি (ADGP) এম চন্দ্রশেখর (M Chandrashekhar) একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে ৫৫০ একর জমি বেআইনিভাবে খনন কাজের (mining) জন্য বিতরণ করেন। বেল্লারি (Bellari) জেলার এই জমিতে খননকাজের বরাত পায় শ্রী সাই ভেঙ্কটেশ্বরা মিনারেলস। এই মামলার তদন্ত চালাচ্ছিলেন এডিজিপি চন্দ্রশেখর। সেই মামলা বন্ধ করার চেষ্টা করেন কুমারস্বামী।
এর পাশাপাশি পুলিশ আধিকারিক চন্দ্রশেখরের আরও দাবি, আইনি পথে পদক্ষেপ নিতে গেলে পুলিশের বিরুদ্ধেই ভুয়ো অভিযোগ দায়ের করার চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী। এমনকি তাঁর পরিবারকে নিয়েও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ কুমারস্বামীর (H D Kumaraswamy) বিরুদ্ধে। কেন্দ্রীয় বৃহৎ ও ইস্পাত শিল্পমন্ত্রীর পাশাপাশি তাঁর ছেলে নিখিল কুমারস্বামী ও বিধায়ক সুরেশ বাবুর নামেও দায়ের হয় এফআইআর।