পাঁচ কোটি টাকা চেয়ে ফের খুনের হুমকি সলমনকে!

0
1

এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার খুনের হুমকি পেলেন বলিউডের ভাইজান। সোমবার রাতে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর ভাই আনমোলের নাম করে হোয়াটস্অ্যাপে পাঁচ কোটি টাকা চেয়ে সলমন খানের নামে (Salman Khan ) হুমকি বার্তা এসেছে বলে সূত্রের খবর। টাকা না পেলে খুন করার কথাও মেইলে লেখা হয়েছে।

মুম্বই পুলিশের (Mumbai Police) ট্রাফিক কন্ট্রোল রুমে যে মেইল পাঠানো হয়েছে তাতে ‘‘লরেন্স বিষ্ণোই- এর ভাই বলছি। সলমন খান যদি বাঁচতে চান, তবে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তা হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দু’টির কোনওটাই যদি না করেন, তবে সলমনকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনও নজর রাখছে।’’ এরপরই বার্তা প্রেরকের সন্ধান শুরু করেছে পুলিশ। বাড়ানো হচ্ছে সুপারস্টারের নিরাপত্তাও।