“আমাকে ফাঁসানো হয়েছে”: শিয়ালদহ আদালতের বাইরে কেন দাবি সঞ্জয়ের!

0
2

“আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে”- সোমবার, শিয়ালদহ আদালত থেকে বেরিয়ে দাবি করল আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়র সঞ্জয় রাই (Sanjay Rai)। ঘটনার ৮৭ দিন পরে সোমবার আদালতে চার্জ গঠন হয়। কিন্তু নিজেকে নির্দোষ বলে দাবি করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়র।
এদিন আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে (Prison Van) উঠে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সঞ্জয় বলে, “আমি এত দিন চুপচাপ ছিলাম। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এত দিন চুপচাপ ছিলাম।” একই তার অভিযোগ, “আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে। যে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্টও আমায় ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ।”

এদিন দুপুরেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে শিয়ালদহ আদালতে আনা হয় আর জি করের ধর্ষণ-খুনের মামলায় একমাত্র অভিযুক্ত সঞ্জয়কে (Sanjay Rai)। দুপুর ২টো নাগাদ মামলা শুরু হলে বিচারকের সামনেও নিজেকে নির্দোষ বলে দাবি করে অভিযু্ক্ত সিভিক ভলেন্টিয়র। পরে বেরিয়ে সে দাবি করে, “আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে”।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বাম জমানাতে হেতাল পারেখ ধর্ষণ-খুনের মামলায় দোষী ধনঞ্জয় চট্টোপাধ্যায়ও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। বলেন, এটা অনার কিলিং-এর ঘটনা। বড় মাথাকে আড়াল করতে গরিব বলে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাঁর বয়ান নয়, সেই সময়কার তথ্য-প্রমাণ থেকে দোষী সাব্যস্ত করে তাঁকে ফাঁসি দেওয়া হয়। কুণালের কথায়, এখন সঞ্জয় রাইয়ের কথা অনুযায়ী তদন্তের গতিপথ নির্ধারণ হলে, সিপিএম আমলের ধনঞ্জয় মামলাও দেখতে হবে।